খুলনায় অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় মো. বাবুল মন্ডল (৫০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে খুলনা-যশোর মহাসড়কের খুলনা সরকারি মহিলা কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর আলম ইলী।
নিহত এএসআই বাবুল মন্ডল ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কাটাখালি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি খুলনা বেতারের আঞ্চলিক কেন্দ্রের নিরাপত্তায় কর্মরত ছিলেন।
ওসি আমীর তৈমুর আলম ইলী জানান, এএসআই বাবুল মন্ডল বিকেল ৪টার দিকে খুলনা বেতারের আঞ্চলিক কেন্দ্রের কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বয়রা পুলিশ লাইনে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি খুলনা-যশোর মহাসড়ক সংলগ্ন এলাকায় পৌছলে কোন এক যানবাহনের ধাক্কায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে সহকর্মী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/মাহবুব