সিরাজগঞ্জের কামারখন্দে ৯০ লিটার চোলাই মদসহ আব্দুর রশিদ নামে (২৭) এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কামারখন্দ উপজেলার পাইকোশা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রশিদ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মালশিন গ্রামের ইমান আলীর ছেলে।
কামারখন্দ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, মাদক ব্যবসায়ী রশিদ তাড়াশ থেকে ধানের বস্তার ভেতরে কৌশলে মদ নিয়ে রিকশাযোগে কামারখন্দ যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাইকোশা বাজারে অবস্থান নিয়ে চোলাই মদসহ তাকে আটক করে।
তিনি আরও বলেন, জব্দকৃত মদ নষ্ট করা হবে। এ বিষয়ে কামারখন্দ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৬/হিমেল