সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় ট্রাকের ধাক্কায় ইশাদুল ইসলাম নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা।
নিহত ইশাদুল ইসলাম জেলার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের নুরুল সরদারের ছেলে।
ওসি ফিরোজ হোসেন মোল্যা জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক বিনেরপোতা এলাকায় কাঠবাহী ইঞ্জিন চালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি ফিরোজ।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/মাহবুব