কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি এলাকা থেকে নজির আহমদ (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে ওই এলাকার মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন বড় কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক।
পেশায় জেলে নজির আহমদ মাতারবাড়ি ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার মৃত গুনুমিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। বৃদ্ধের ঘাড়ে ও হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি বাবুল চন্দ্র বণিক জানান, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব