রাঙামাটিরা বাঘাইছড়ি উপজেলয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ও সংস্কারপন্থী (এমএন লারমা) গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে নয়ন চাকমা ও দীপ্ত চন্দ্র চাকমা নামের দু’জন নিহত হয়েছেন। তারা দু'জনই সংস্কারপন্থী(এমএন লারমা) গ্রুপের কর্মী বলে দাবি করেছে সংগঠনটি।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বাঘাইছড়ি উপজেলার বঙ্গল তলী এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটিরা বাঘাইছড়ি উপজেলয় বঙ্গল তলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও এমএন লারমার সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে শুরু হয়। উভয়ে মধ্যে অন্তত ঘণ্টাব্যাপী চলে এ বন্দুকযুদ্ধে। এ সময় সংস্কারপন্তি (এমএন লারমা) দু’কমী গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল।
এ ব্যাপারে ওসি মো. আবুল কালাম বলেন, ইউপিডিএফ ও সংস্কারপন্তি (এমএন লারমা) সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। লাশ উদ্দারে ঘটনাস্থলে পুলিশের একটি দল রওনা দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব