জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে আলোচনা সভা করে। আলোচনা সভায় বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি প্রমুখ।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৭/ফারজানা