পিরোজপুরের কাউখালীর বিড়ালজুড়ীতে শিক্ষা সফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৪০ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জেলার স্বরূপকাঠী থেকে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১১৬ জন শিক্ষক-শিক্ষার্থী দুইটি বাসযোগে বাগেরহাটে শিক্ষা সফরের উদ্দেশে যাচ্ছিল। পথে দুর্ঘটনাস্থলে বৈশাখী পরিবহনের (খুলনা মেট্রো ০৪-০০২৪) বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে ৫৭ জন শিক্ষক-শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির ঘটনাস্থল থেকে জানান, শিক্ষা সফরে যাওয়ার পথে দুইটি বাসের পেছনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত হয়। এতে অন্তত ৪০ শিক্ষক-শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় বাসের চালক বাগেরহাটের জয়ন্ত ব্যানার্জীর (৫০) পা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তাঁকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে।