শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আজ সকাল ৬ টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় হোসেন খাঁ (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। নিহত হোসেন উপজেলার বড়কান্দি ইউনিয়নের মীর আলী মাদবর কান্দি গ্রামের মৃত জলিল খাঁর ছেলে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় একজন নিহত হয়েছেন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার