স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে বরিশালে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার সকালে নগরীর দলীয় কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষ্যে বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৭/ফারজানা