মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় দশ বছর আগে স্ত্রী হত্যার দায়ে আলমগীর হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
পারিবারিক কলহের জেরে ২০০৭ সালের ১৪ এপ্রিল সিঙ্গাইর উপজেলার নাজিরপুর গ্রামে আলমগীর স্ত্রী মমতাজ বেগমকে (১৮) শ্বাসরোধে হত্যা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম।
পরদিন মমতাজের মা আনেছা বেগম আলমগীরকে আসামি করে হত্যা মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
আইনজীবী সালাম জানান, ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন পান আলমগীর। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম