কুমিল্লার চৌদ্দগ্রামে ১ হাজার ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাহেব আলী শান্ত (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লগ্নসার গ্রামের করিম আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
চৌদ্দগ্রাম থানার এসআই তারেকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মিয়াবাজারস্থ হোটেল হাইওয়ে ইনের সামনে থেকে ১ হাজার ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শান্তকে আটক করা হয়।