নোয়াখালীর চাটখিল উপজেলায় আজ দুপুর সাড়ে ১২ টার দিকে পূণ্য প্রকাশ ডেঙ্গু (৩৪) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে বিধান নামে এক সন্ত্রাসী। এ সময় স্থানীয় দশঘরিয়া বাজারের অন্য ব্যবসায়ীরা ঘাতক বিধানকে আটক করে পুলিশে দিয়েছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিধানকে আটক করা হয়েছে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার