চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পুরাতন বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় শাহীন (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মডেল থানার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান থানার ওসি মাজহারুল ইসলাম।
নিহত শাহীন হচ্ছে নবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মৃত মেরাজের ছেলে।
ওসি জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৬/মাহবুব