পারিবারিক ঘটনার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী আবু তৈয়ব (৩৫)। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চন্দনাইশ উপজেলার বৈলতলীর জাফরাবাদে এ ঘটনা ঘটে বলে জানান চন্দনাইশ থানার এসআই বাবুল মিয়া।
তিনি বলেন, স্ত্রী শাহিন আকতারের সাথে স্বামী আবু তৈয়বের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় শাহিন আকতারকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আবু তৈয়বও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার/হিমেল