ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীকে ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এ আদেশ দেন বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান।
এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রাম থেকে সুরুজ আলীকে গ্রেফতার করে জেলার গোয়েন্দা পুলিশ।
প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গত বছরের ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। পরে চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৬/মাহবুব