সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া থেকে নিখোঁজের ৪ দিন পর আমেনা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমদাদুল হক শেখ।
আমেনা খাতুন কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের ওমর আলীর স্ত্রী।
আমেনা খাতুনের বাবা আব্বাস আলী জানান, আমেনা চারদিন আগে জামাইয়ের বাড়ি থেকে নিখোঁজ হন। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তিনি কলারোয়া থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।
ওসি ইমদাদুল হক শেখ বলেন, সকালে ইছামতি নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা বিজিবি সদস্যদের খবর দেয়। পরে বিজিবি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনা তদন্তে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৬/মাহবুব