দায়িত্বে অবহেলার অভিযোগে কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মিরপুর থানা থেকে খুলনা ডিআইজির কার্যালয়ে প্রত্যাহার করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, বুধবার দুপুরে মিরপুর উপজেলার আমবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা সাবুকে হত্যা করে দুর্বৃত্তরা। এর জের ধরে ঘটে যাওয়া সহিংসতা সামাল দিতে না পারায় তাকে মিরপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমবাড়ীয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।