যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুই হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে। বৃহস্পতিবার দিনগত রাতে বেনাপোল সীমান্তের পুটখালি সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃত যুবকরা হলেন বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া গ্রামের নূর ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫) ও বেনাপোল পৌরসভার নারানপুর গ্রামের হারেজের ছেলে মিলন (৩০)।
বেনাপোলের পুটখালী ক্যাম্পের সুবেদার আব্দুল জলিল জানান, "দুই যুবক মোটরসাইকেলে করে জাল টাকা নিয়ে পুটখালী সড়ক দিয়ে বেনাপোলে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে তাদের মোটরসাইকেল থামানো হয়। এ সময় তাদের দু’জনের শরীর তল্লাশি করে দুই হাজার জাল টাকা পাওয়া যায়। আটক দুই যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।"
বেনাপোল পোর্টথানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত বিষয়টি নিশ্চিত করে বলেন, "আটকদের বিরুদ্ধে মুদ্রা জালিয়াতির মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।"
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৫