নাটোরের লালপুরে সবজিবোঝাই একটি পিকআপ থেকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ জেনারুল ইসলাম (৪৫) নামে এক চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ওয়ালিয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, জেনারুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে সবজিবোঝাই একটি পিকআপ নিয়ে বাগাতিপাড়া ও ওয়ালিয়া হয়ে ঢাকায় যাচ্ছিলেন তিনি। পথে ওয়ালিয়া ট্রাফিক মোড়ে পৌঁছালে পুলিশ পিকআপটির গতিরোধ করার চেষ্টা করে। কিন্তু তা অমান্য করেন জেনারুল।
পরে ওয়ালিয়া ফাঁড়ির পুলিশ ধাওয়া করে পিকআপটি আটক করে। সেখানে তল্লাশি চালিয়ে বেগুনের বস্তার ভেতর থেকে ৩৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম