গোপালগঞ্জে ট্রাকচাপায় মুসা সিকদার (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুসা সিকদার কাশিয়ানী উপজেলার খারের হাট গ্রামের ইদ্রিস সিকদারের ছেলে। আহতরা হলেন- মো. তরিবুর শেখ (৫০), রেজাউল শেখ (৪২) ও শাহাদৎ খা (৪৫)। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, আজ সকালে মুসা ভ্যানে করে তিন যাত্রী নিয়ে জেলা সদরে আসছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুসা নিহত হন।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম