পটুয়াখালীতে মো. মাহাবুব প্যাদা (২০) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌর শহরের নিউমার্কেট গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহত মো. মাহাবুব প্যাদা শহরের সবুজবাগ ৯ নম্বর লেন এলাকার ইউছুফ প্যাদার ছেলে।
সদর থানার অফিসার ইনর্চাজ কেএম তারিকুল ইসলাম জানান, মাহাবুব ও তার বন্ধু কাওছার নিউমার্কেট এলাকা থেকে যাচ্ছিল। এ সময় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন যুবক হামলা চালিয়ে মাহাবুবকে কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করে। পথিমধ্যে তিনি মারা যান।
কি কারনে তার উপর হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। তবে ঘটনার পর পরই হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা শুরু হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম