বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদী পারাপারের ফেরিটি টানা এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ শুক্রবার থেকে আবার চলাচল শরু করেছে। ঘাটের পন্টুন ও নতুন করে ৩০ফুট রাস্তা নির্মানের জন্য গত শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মধ্যবর্তী স্থানের এই ফেরিটি।
নির্মান কাজ শেষ হওয়ায় বৃহস্পতিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে ৪০টি পরিবহন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলা শহরের উদ্দেশে ছেড়ে গেছে।
সড়ক ও জনপথ বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, নদীতে চর পড়ে যাওয়ায় নতুন করে ৩০ফুট রাস্তা ও নতুন পন্টুন নির্মান শেষে ফেরি চলাচল শুরু করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ