গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, দুই বন্ধুসহ ওই স্কুলছাত্র মটরসাইকেলে গাজীপুর চৌরাস্তার দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা করছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ