নওগাঁয় দরিদ্র মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংসদ চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।
নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুৃক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডার হারুন-অল-রশিদ।
এ সময় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তিযোদ্ধা প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মো. আফজাল হোসেন, সদর উপজেলা কমান্ডার গোলাম সামদানীসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে ২৫০ জন দরিদ্র মুক্তিযোদ্ধাকে একটি করে কম্বল দেয়া হয়।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম