প্রচণ্ড ঠাণ্ডা হাওয়া বইছে খাগড়াছড়িতে। শীতে কাঁপছে পাহাড়বাসী। দূর পাহাড়ি পল্লী ও গুচ্ছ গ্রামগুলোতে লোকেরা অসহনীয় শীত কষ্টে রয়েছে। দূর পাহাড়ে পল্লী গ্রামের লোকেরা খড়-কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
শীত বাড়ার সঙ্গে রৌদ্রের প্রখরতাও কমে গেছে। দিন ও রাতে সমানতালে ঠাণ্ডা পড়ছে। সারা দিনই গরম কাপড় পরে থাকতে হচ্ছে। অতিরিক্ত ঠাণ্ডায় মানুষ অসুস্থ হয়ে পড়ছে। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে ঠাণ্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে।
কষ্ট কমাতে শীর্তাত মানুষের মাঝে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল স.ম মাহবুব আলম ও মেয়র রফিকুল আলম শীত বস্ত্র বিতরণ করেছেন।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা