শীতের প্রকোপ কমাতে জ্বালিয়ে রাখা আগুনে দগ্ধ হয়ে কুড়িগ্রামের রৌমারীত আমেশ্বরী দাস (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শাশুড়ি আমেশ্বরী দাসকে বাঁচাতে গিয়ে জামাই রকুরাম দাসও আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নমদাস পাড়া গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, প্রচণ্ড ঠাণ্ডার কারনে ঘরের ভিতর আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। ঘরের এক পাশে গরু অপরপাশে ওই বৃদ্ধা থাকতেন। রাতে ঘরে রাখা আগুন ওই বৃদ্ধার কাপড়ে ছড়িয়ে পড়ে। এসময় বৃদ্ধার চিৎকারে তার মেয়ের জামাই রকুরাম দাস (৪০) এগিয়ে গেলে তার শরীরেও আগুন ধরে যায়।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর বৃদ্ধার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। ময়মমনসিংহ নেয়ার পথে ওই বৃদ্ধা মারা যায়। জামাই রকুরাম দাস চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা