সিরাজগঞ্জের তাড়াশে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শেফালী রানী নামে এক আদিবাসী নারীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত ওই নারীকে প্রথমে তাড়াশ ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সরাপপুর গ্রামের আদিবাসী শেফালী রানীর কৃষি জমি স্থানীয় প্রভাবশালী হামজা শুক্রবার সকালে দখল করতে যায়। এ সময় শেফালী রানী বাঁধা দিলে তাকে কুপিয়ে আহত করা হয়।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শিমুল তালুকদার জানান, মাথা ও পায়ে আঘাত লেগেছে। মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনজুর রহমান জানান, বিষয়টি তার জানা নেই। কেউ এ বিষয়ে কোন অভিযোগও দেয়নি।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা