আলেম ওলামাদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (এমপি) বলেছেন, 'পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ ইসলাম ধর্মকে কলঙ্কিত করতে একটি গোষ্ঠী জঙ্গি সৃষ্টি করে মানুষ হত্যার পথ বেছে নিয়েছে। উগ্রপন্থি ও জঙ্গিসৃষ্টির কারখানা হিসেবে মাদ্রাসা ও মসজিদকে বেছে নিয়েছে। কমলমতিদের ভুল বুঝিয়ে বিপদগামী করছে। এসব জঙ্গি ও উগ্রপন্থি কোন ধর্মের নয়। এদের প্রতিহত করতে আলেম ওলামাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জঙ্গি ও সন্ত্রাস প্রতিহত করতে দৃঢ়প্রতিজ্ঞ।'
শুক্রবার দিনাজপুর শহরের নিউটাউনস্থ জামিয়া আরাবিয়া হাফিজিয়া ক্বারীয়ানা মাদ্রাসা (লিল্লাহ বোর্ডিং ও এতিম খানার) নতুন ৬ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ন শামীম চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শামসেদ হুসেন, পৌর কাউন্সিলর তৈয়ব আলী দুলাল, সমাজ সেবক আলহাজ্ব আতাউর রহমান চৌধুরী প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ শরিফুল ইসলাম।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/হিমেল