লক্ষ্মীপুরে জেলা বিএনপি’র কার্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বিএনপি কার্যালয় ভাঙচুরসহ ছাত্রদলের ৮/১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবী করেছে জেলা ছাত্রদল। তবে তা অস্বীকার করছে জেলা ছাত্রলীগ। শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ জানান, দলীয় কার্যালয়ে সদর উপজেলার বাঁঙ্গাখা ইউনিয়ন ছাত্রদলের একটি কর্মী সমাবেশ চলছিল। হঠাৎ ছাত্রলীগ নেতা কর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এসময় ছাত্রদল নেতাকর্মীদের মারধর করে তারা কার্যালয়ের বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি। এতে মোর্শেদ, মামুন, আব্দুলাহ, কাইয়ুম, রিমনসহ ৮/১০ জন ছাত্রদল নেতাকর্মী আহত হন বলে দাবী করেন জেলা ছাত্রদলের সভাপতি।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বিএনপি’র কার্যালয়ে হামলা ও ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন, বিএনপি’র কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় ছাত্রলীগ শহরে প্রতিবাদ মিছিল বের করে। আর ছাত্রদল নিজেরা নিজেদের চেয়ার টেবিল ভাঙচুর করে ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছে।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/হিমেল