নাটোরের চাঁদপুরের পাবনাপাড়া গ্রাম থেকে ফজলুর রহমান (২২) নামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেমবি’র এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪টি পিস্তল, ৬টি ম্যাগজিন, ১৭ রাউন্ড গুলি, ২টি চাপাতি, একটি ছুরি ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফজলুর রহমানকে আটক করা হয়।
নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফজলুর রহমান নামে জেএমবি’র এক সদস্যকে আটক করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্র, ম্যাগজিন, গুলি, ছুরি ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।