নেত্রকোনার সদর উপজেলার বাইড়াউড়া এলাকায় বাসচাপায় হাবিবুর রহমান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর আটপাড়া উপজেলার তেলীগাতি ইউনিয়নের কাছারপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিন ফকিরের ছেলে। এ ঘটনায় চালক কেন্দুয়া ডিগ্রি কলেজের শিক্ষক আনিছুর রহমান (৪২) আহত হয়েছেন। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষক আনিছুর রহমানের পরিবার সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে আনিছুর ও তার বন্ধু হাবিবুর কেন্দুয়া থেকে নেত্রকোনা আসছিলেন। পথে বাইড়াউড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়াগতির দূরপাল্লার একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আনিছুর আহত হলেও হাবিবুর ঘটনাস্থলেই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান।
তিনি শহরের সার্কিট হাউজ সামনের সড়কে নাজাত এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/হিমেল