নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর মোড়ে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাক্টরের সাথে ভটভটির মুখোমুখী সংঘর্ষে বিশ্বজিৎ সরকার (২৫) ও জাহাঙ্গীর আলম (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে লক্ষন চন্দ্র (২৮) নামে একজনকে গুরুত্বর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকী দু'জনকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত বিশ্বজিৎ সরকার আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের অনাত চন্দ্রের ছেলে এবং জাহাঙ্গীর আলম একই গ্রামের আজাদ হোসেনের ছেলে।
আত্রাই থানার ওসি বদরুদোজ্জা জানান, ভটভটিতে চড়ে আত্রাইয়ে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে ওই স্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বিশ্বজিৎ ও জাহাঙ্গীর নিহত হয় এবং লক্ষণসহ আরো দুইজন গুরুত্বর আহত হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/হিমেল