আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় মরিয়ম নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুর বাবা আজাদ ও মা আরজু বেগম।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মা-বাবার সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় করে নবীনগর যাচ্ছিলো মরিয়ম। আশুলিয়ার নিরিবিলি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পরিবারের সবাই ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।
মরিয়মের মা ও বাবার অবস্থার অবনতি হলে তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয় বলে আশুলিয়া থানা থেকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ