সিদ্ধিরগঞ্জে ওমর ফারুক ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে এ রক্তদান কর্মসূচি শুরু হয়।
ওমর ফারুক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুকের সভাপতিত্বে রক্তদান অনুষ্ঠানটি কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক ফাউন্ডেশনের উপদেষ্টা সহকারী প্রফেসার মোঃ সিরাজুল ইসলাম মিলন, প্রভাষক এ.কে.এম মহিউদ্দিন মাসুম, ব্যবসায়ী এম এ রব, কোয়ান্টামের কর্মকর্তা শেখ মোঃ ফয়সাল ও আমজাদ হোসেন তপুসহ ফাউন্ডেশনের নের্তৃবৃন্দ।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/হিমেল