ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ হরিপুর উপজেলার মসলেম উদ্দিন ডিগ্রী মহাবিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, জেলা যুবলীগের সভাপতি সুদাম সরকার ও সাধারন সম্পাদক আব্দুল মজিদ আপেল প্রমুখ।
সম্মেলনে আনন্দঘন পরিবেশে নজরুল ইসলাম বাবুকে সভাপতি ও আমজাত হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/হিমেল