সাতক্ষীরা শহরের আধুনিক জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের তুফান কোম্পানির মোড়ে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা কমপক্ষে ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে জুয়েলার্স কর্তৃপক্ষ দাবি করেছে। পুলিশ এ ঘটনায় গোপি কর্মকার নামে এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার গভীর রাতে শহরের তুফান কোম্পানির মোড়ের আধুনিক জুয়েলার্সের পিছনের দেয়াল কেটে চোরেরা ভেতরে ঢুকে আলমারি ও শো’কেজসহ যাবতীয় আসবাবপত্র তছনছ করে এবং সেখানে সংরক্ষিত নগদ টাকাসহ ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। সকালে দোকান খুলে এই দুর্ধর্ষ চুরির দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিক সুভাষ আমিন।
দোকান মালিক সুভাষ আমিনের ভাই সমরেশ আমিন জানান, এখনও ক্ষয়ক্ষতি বা চুরির পরিমান নিরুপণ করা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে কমপক্ষে ২০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় তার ভাই এখন পাগল প্রায়। স্বাভাবিক হলেই প্রকৃত ক্ষতির পরিমান জানা যাবে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, পুলিশ সুপার আলতাফ হোসেন মোল্লাসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/হিমেল