সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ১৪ লাখ টাকার শুল্কমুক্ত ব্যানসন সিগারেট জব্দ করেছে। শুক্রবার রাতে বিপুল পরিমান এই সিগারেট সাতক্ষীরা সদর থানায় জমা দেয়া হয়।
৩৮ বিজিবি’র ব্যাটালিয়ন কমান্ডার আরমান হোসেন পিএসসি জানান, গোপন সংবাদের বিত্তিতে ৩৮ বিজিবির সদস্যরা শহরের মুুন্সিপাড়ায় একটি ভাড়া বাড়িতে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে ১৪ লাখ ২৭ হাজার আটশত টাকা মূল্যের ৬ হাজার চারশত নব্বই প্যাকেট শুল্কমুক্ত ব্যানসন এন্ড হ্যাজেজ সিগারেট জব্দ করে। বিপুল পরিমান এই সিগারেট ভোমরা বন্দরস্ত “বেলাজীও” নামক সপে থাকার নিয়ম থাকলেও তা কালো বাজারে বিক্রির জন্য সাতক্ষীরা শহরে রাখা হয়েছিল। অভিযানের সময় বিজিবি তিন জনকে আটক করে।
সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা জানান, আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার কেতুয়ার এলাকার মোজাফ্ফর আলীর ছেলে মোমিনুর রহমান, বরিশাল জেলার গৌরনদী থানার লহ্মণকাটি গ্রামের আলমগীর হোসেনের ছেলে আমিনুল ইসলাম ও বাকেরগঞ্জ থানার উত্তম হাওলাদারের ছেলে উজ্জল হাওলাদার (২৫)। এব্যাপারে ৩৮ বিজিবি’র সুবেদার কোহিনুর আলম বাদী হয়ে রাতে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/হিমেল