বর্তমান সরকারের ৩ বছর পূর্তিতে ঝিনাইদহে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শহরের পায়রাচত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোষ্ট অফিস মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন, সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম টিটন, পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি সাকিব হাসান প্রিন্স, সাধারণ সম্পাদক তামিম আহমেদ, আই এইচ টি ছাত্রলীগের আহ্বায়ক মোহাইমিনুল ইসলাম লিওন, যুগ্ম-আহ্বায়ক আমানুল্লাহ আমান এলিট, ভেটেরিনারী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ফাহিম হাসান সনিসহ নেতাকর্মীরা।
সেসময় বক্তারা, বর্তমান সরকারের ৩ বছরে সাফল্য ও দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সেই সাথে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/হিমেল