নীলফামারী জেলার বিভিন্ন স্থানে পুলিশ আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াতের এক নেতাসহ মামলার চার্জশিটভুক্ত ১৭ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম (৪৪) এবং জেলার জলঢাকায় সাতজন, ডোমারে তিনজন, সদরে তিনজন, সৈয়দপুরে দুইজন ও কিশোরগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করছে পুলিশ।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন পুলিশি অভিযানে ১৭জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার