হাড় কাপানো শীত জেঁকে বসেছে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে বরিশালে। আজ সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন ৭.০৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এর আগে গত শুক্রবার বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০.০২ ডিগ্রি সেলসিয়াস। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার প্রবণ কুমার রায় এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে তীব্র শীতের কারণে দক্ষিনের জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায় সূর্য উঠলেও শীতের তীব্রতা তেমন কমেনি। বিশেষ করে বিভিন্ন বস্তি, লঞ্চঘাট, বাস টার্মিনাল সহ নিম্ন আয়ের মানুষ, যাদের শীত বস্ত্র কেনার সমর্থ নেই, তারা পড়েছেন চরম বিপাকে। বরিশালের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০১৫ সালে ৬.০৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২০১৬ সালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.০৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের এক সিনিয়র অবজারভার মো. ইউসুফ জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলে সেই অবস্থাকে শৈত্য প্রবাহ বলা হয়। সাইবেরিয়া অঞ্চল থেকে আসা হিমেল হাওয়ার প্রভাবের কারণে সৃস্টি হয়েছে এই অবস্থা। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কমতে পারে। এই অবস্থা আরো ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। চলতি মাসের শেষের দিকে আরেকটি শৈত্য প্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার