নিখোঁজের পর ১০ দিনেও সন্ধান মেলেনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের আকলিমা খাতুন(১৫) নামে কিশোরীর। এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে আদিতমারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সারপুকুর ইউনিয়নের মসুর দৌলজোর গ্রামের মোতাহার হোসেনের মেয়ে আকলিমা খাতুন স্থানীয় মধুপুর দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী। বিগত জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অভিমান করে গত ৪ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে যায়। পারিবারিকভাবে বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করে ব্যর্থ হয়ে অবশেষে কিশোরীর মা জরিনা বেগম বাদী হয়ে আদিতমারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ