সিলেটের কোম্পানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আজ দুপুরের দিকে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধশত জন আহত হয়েছেন। উপজেলার ডলিরগাঁও এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩৫ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার