বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন রঙ মিস্ত্রি শাকিল। রবিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার সাবগ্রাম খামারকান্দি এলাকার আব্দুস সোবহানের ছেলে এলাহী ও একই এলাকার বুলু মিয়ার ছেলে আশরাফুল। আহত হয়েছেন নিশিন্দারা এলাকার বাসিন্দা শাকিল।
পুলিশ জানায়, রাতে শরীফ সিএনজি পাম্পে রঙের কাজ করছিলেন কয়েকজন রঙ মিস্ত্রি। হঠাৎ করে পাশে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এলাহী ও আশরাফুল। এসময় গুরুতর আহত হন শাকিল।
পরে স্থানীয়রা আহত শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ