পাবনার সাঁথিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রাজ্জাক (৪২) নামে এক চরমপন্থি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুই সদস্যও। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও ঘর ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে উপজেলার হলুদগড় এলাকার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে জানান র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার বীনা রানী দাস।
নিহত রাজ্জাক একই উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামের নুরুল ইসলামের পুত্র। র্যাবের দাবি, রাজ্জাক চরমপন্থি সংগঠন ‘সর্বহারা’ দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন।
বীনা রানী দাস বলেন, উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর বাজারে পাশে গোপালপুর ব্রিজের নিচে এক দল চরমপন্থি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৪টার দিকে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় ডাকাতদল। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি রাজ্জাক গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বন্দুকযুদ্ধে দুইজন র্যাব সদস্য বাবর আলী, নজরুল ইসলাম আহত হয় বলে দাবি র্যাব কমান্ডার। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি, ১৭/মাহবুব