ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার সকালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পাঠ্যপুস্তকে ব্যাপক ভুল ও সাম্প্রদায়িকীকরণ এর অভিযোগ করে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদ এবং পরিচালনা করেন জেলার সাধারণ সম্পাদক শাওন পাল। এ সময় বক্তব্য রাখেন জেলার সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, পিয়াস মোদক প্রমুখ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন যুব ইউনিয়ন বগুড়া জেলার সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির খান পাপ্পু, দিন বদলের মঞ্চের সাধারণ সম্পাদক অজয় সাহা, আদিবাসী ছাত্র পরিষদের সাঃ সম্পাদক দিলীপ রবিদাস।
বিডি-প্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন