সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ নয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়েছে বিএনপি সমর্থিতরা।
মঙ্গলবার দিনভর ভোট শেষে রাত ২টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড. নাসিম সরকার।
তিনি জানান, সভাপতি পদে আওয়ামী আইনজীবি পরিষদ মনোনীত প্যানেলের এ্যাড. রেজাউল করিম রাখাল ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. কায়সার আহম্মেদ লিটনসহ নয়জন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম মনোনীত প্যানেল যুগ্ম ও সাংস্কৃতিক সম্পাদকসহ ৮টি পদে বিজয়ী হয়েছেন।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল