ঝালকাঠির কাঠালিয়ায় জুলহাস ওরফে ভুট্টো নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টায় জুলহাসের পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জুলহাস উপজেলার আমুয়া উইনিয়নের ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি আময়া ডিগ্রী কলেজের এইচ এসসি পরীক্ষার্থী বলে জানিয়েছে তার পরিবার।
কাঠালিয়া থানার ওসি (অপারেশন) জাহিদুল ইসলাম বলেন, জুলহাসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কোনো কারন জানা যায়নি।
যে ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে সেই ঘরে অনেক বছর ধরে কেউ বসবাস করতো না। ঘরটি পরিত্যক্ত থাকায় সেখানে মাদকের আসর বসত বলেও জানিয়েছে এলাকাবাসী।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম