যশোর সদর উপজেলার কামালপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭৯ রাউন্ড রাইফেলের গুলি, একটি হ্যান্ড গ্রেনেড ও একটি রকেট লাঞ্চার উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১০টার দিকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, কামালপুর গ্রামের শামছু খাঁ তার জমিতে ভবন নির্মাণের জন্য খনন করছিলেন। এসময় দিন মজুররা মাটির নীচে গুলি, গ্রেনেড ও রকেট লাঞ্চার পায়। এ ব্যাপারে শামছু খাঁ থানায় খবর দিলে পুলিশ গিয়ে ২৭৯ রাউন্ড রাইফেলের গুলি, একটি হ্যান্ড গ্রেনেড ও একটি রকেট লাঞ্চার উদ্ধার করে। মুক্তিযুদ্ধকালে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সদস্যরা বা অন্য কেউ এসব গোলাবারুদ এখানে ফেলে রেখেছিল বলে ধারণা করছেন ওসি। তিনি বলেন, এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ