চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা থেকে ২৩ লাখ ভারতীয় রুপিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান শিবগঞ্জ থানার ওসি রমজান আলী।
আটককৃতরা হলেন শিবগঞ্জ বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের মফিজুলের ছেলে মুখলেসুর রহমান (২৭) ও একই গ্রামের ফিরোজ আলীর ছেলে জসিম (১৮)।
ওসি রমজান আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় জসিম ও মুখলেসুরের দেহ তল্লাশি করে ২৩ লাখ ভারতীয় রুপিসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব