মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন পরিদর্শন করলেন শ্রম প্রতিমন্ত্রী। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১ টায় তিনি বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে যান। এ সময় বাংলাদেশ হাইকমিশনের প্রদত্ত সেবা সম্পর্কে প্রত্যক্ষ ধারনা লাভ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ।
এসময় তিনি হাইকমিশনে আগত বাংলাদেশী নাগরিকদের সাথে কথা বলেন, খোঁজ খবর নেন এবং ধৈর্য ধরে সেবা গ্রহণের আহ্বান জানান। এছাড়া সেবা প্রদানের নতুন সিস্টেমের প্রশংসা করেন তিনি।
এ জন্য ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের সেবা প্রদানের ধারা বজায় রাখবার পরামর্শ দেন। এসময় হাইকমিশনার মো: শহিদুল ইসলাম, ডেপুটি হাই কমিশনার ফয়সল আহমদ, কাউন্সিলার (শ্রম) মো: সায়েদুল ইসলাম, ফার্ষ্ট সেক্রেটারি এম এসকে শাহীন, কমার্শিয়াল উইং ধনন্জয় কুমার দাস, পাসপোর্ট ও ভিসা শাখার ফার্ষ্ট সেক্রেটারি মো: মশিউর রহমান তালুকদার, প্রথম সচিব (শ্রম) হেদায়েতুল ইসলাম মন্ডল, ২য় সচিব ফরিদ আহমদ সহ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল